জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাড়িছাড়া বিএনপির নেতাকর্মীরা

জয়পুরহাট শহরে রেলঘুমটি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এভাবেই বাইসাইকেল ও মোটরসাইকেল রাখছে এলাকাবাসী। ছবি : কালবেলা
জয়পুরহাট শহরে রেলঘুমটি এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এভাবেই বাইসাইকেল ও মোটরসাইকেল রাখছে এলাকাবাসী। ছবি : কালবেলা

জয়পুরহাট জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের কেউ জেলহাজতে আবার কেউ নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া। আবার অনেকেই নতুন মামলায় জড়িয়ে না পড়তে চলাফেরা করছেন সতর্কতার সাথে।

গ্রেপ্তার, মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মিলে জেলার বিএনপির রাজনীতি এখন নিষ্ক্রিয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছোট পরিসরে জেলা বার ভবন চত্বরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। দীর্ঘ আড়াই মাসের অধিক সময় ধরে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। কার্যালয়ের বারান্দা এখন স্থানীয় ব্যবসায়ীদের বাই-সাইকেল ও মোটর সাইকেল রাখার নিরাপদ গ্যারেজ।

জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাবেশে যোগ দিতে যান জয়পুরহাটের সহাস্রাধিক নেতাকর্মী। সেখানে সমাবেশ পণ্ড হওয়ার পর, বাড়ি ফেরার পথে কেউ গ্রেপ্তার হন । আবার বাড়ি ফিরে আসার পর গ্রেপ্তার হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি ভোটের আগ পর্যন্ত চলে পুলিশের সাঁড়াশি অভিযান। ফলে গা-ঢাকা দেন শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির ডাকা অবরোধে দুর্বত্তরা জয়পুরহাটে ট্রেনে এবং ট্রাকে বোমা ছুড়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

জেলা বিএনপির নেতাকর্মীদের দাবি, তারা এখন বিএনপি কার্যালয় খুলতে ভয় পাচ্ছেন পুলিশের। যদি মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আবার ব্যবসাও করেন অনেক নেতাকর্মী। গ্রেপ্তারি পরোয়ানা আর জেলহাজতে থাকায় তাদের অনেকের ব্যবসায় স্থবিরতা নেমে এসেছে। রাজনীতির কারণে ভেতরে ভেতরে চরম অশান্তি চলছে এ সব পরিবারে। নাম প্রকাশ না করার শর্তে এমনই অশান্তি আর অর্থনৈতিক কষ্টের কথা বললেন ভুক্তভোগী পরিবারের তিন সদস্য। তাদের এখন দুঃসময় চলছে বলেও মন্তব্য করেন। ব্যবসার ক্ষতির সঙ্গে সঙ্গে তারা সময় পার করছেন দুশ্চিন্তায়।

জয়পুরহাট শহর (পৗর বিএনপি) বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান। তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে আসার পথে বাস তল্লাশি করে এবং অভিযান চালিয়ে দেড় শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করে নাশকতার হয়রানিমূলক মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ রকম ৮-১০টি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী এখনও ঘরছাড়া। নেতাকর্মী পুলিশের ভয়ে আত্মগোপনে থাকায় এবং গ্রেপ্তার এড়াতে তারা এখনো বিএনপি কার্যালয় খুলতে পারছেন না।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুণুর রশিদ বলেন, ২৮ অক্টোবরের পর থেকে যেসব নেতাকর্মী নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন বা এখনো আছেন, তাদের অনেকেই উচ্চ আদালত এবং জেলা জজ আদালত থেকে জামিন পেয়েছেন। বাকিদের আইনি লড়াইয়ে জামিন করার প্রক্রিয়া চলছে।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবীর বলেন, সুনির্দিষ্ট অভিযোগে তাদের নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়। অহেতুক হয়রানি করার জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না। বিএনপি কার্যালয় খোলা রাখা ও বন্ধ রাখা এটা তাদের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

আমার খুব কান্না আসছে : মিথিলা

জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

পেটব্যথা? হতে পারে এই ৬ রোগ

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল 

‘অভিশপ্ত নীলকুঠি’ এখন অবহেলায় জরাজীর্ণ

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ

১০

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

১১

এই রায়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে : বদিউল আলম মজুমদার

১২

রিটার্ন দাখিলে সময় বাকি ১০ দিন, অনলাইনে জমা দেবেন যেভাবে

১৩

শুধু ঢাকা নয়, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই : আসিফ আকবর

১৪

তত্ত্বাবধায়ক সরকার দেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

১৫

শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে

১৬

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

১৭

জেনে নিন ২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটাতে পারবেন

১৮

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

১৯

শাহরুখের ‘লাকি’ ভাই এখন কোথায়?

২০
X