পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি একটি গুদামে আগুন লাগে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার কিছু আগে উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিসের প্রণোদনার সার ও বীজ রাখার কাজে ব্যবহৃত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ বিআরডিবি অফিসের একটি পুরোনো গুদামে অস্থায়ীভাবে উপজেলা কৃষি অফিসের প্রণোদনার সার ও বীজ রাখা হতো। মঙ্গলবার দিনে ২০২৪ মৌসুমের প্রণোদনার বাদামের বীজ ও সার বিতরণ করা হয় কৃষকদের মধ্যে। রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ করে গুদামে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
প্রণোদনার বীজ নিতে আসা কৃষকদের মধ্যে কেউ হয়তো অসাবধানতাবশত সিগারেটের উচ্ছিষ্ট ছাই ফেলে দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রাত ৯টা ২৭ মিনিটে আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অন্যদিকে অগ্নিকাণ্ডের দিন বেশিরভাগ সার এবং বীজ কৃষকদের মধ্যে বিতরণ করায় গুদামে অল্প কিছু বীজ এবং সার অবশিষ্ট ছিল। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য ছিল।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, গুদামে প্রণোদনার বাদামের বীজ, সার এবং কিছু খালি ড্রাম ছিল। বেশির ভাগ বীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। অল্প কিছু বাদামের বীজ আগুনে পুড়েছে কিন্তু সারের কোনো ক্ষতি হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন প্রমুখ।
মন্তব্য করুন