অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নওগাঁয় ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি গুদাম সিলগালাও করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রশাসন। রাতে জেলা প্রশাসকের মিড়িয়া সেলে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ বিকেলে উপজেলার দুই প্রতিষ্ঠানে অভিযান চালায়।
অপরদিকে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মোরশেদ জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায়।
জরিমানাকৃত প্রতিষ্ঠাগুলো হলো- মহাদেবপুর উপজেলার হাটচকগৗরী এলাকার মেসার্স তাসিলমা চাউল মালিককে ৫০ হাজার টাকা, বাগাচাড়া এলাকার মেসার্স থ্রিস্টার মিল মালিককে ২০ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের বাবু সোনারকে ১ লাখ টাকা, বক্কর সোনার নামে একটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা ও নেহা ট্রেডার্স নামে আরও এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাবু সোনার নামে একটি ধানের গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
মন্তব্য করুন