বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আলামত গোপনের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। ছবি : কালবেলা
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। ছবি : কালবেলা

খুন করে আলামত গোপনসহ অপরাধে সহায়তার অভিযোগে মিজানুর রহমান মিজান নামের এক ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের এক ইউপি সদস্যসহ মোট ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ছগীর হাওলাদার বাদী হয়ে বামনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় খুন করে আলামত গোপনসহ অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। বামনা থানার ওসি তুষার কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ডৌয়াতলা বাজারের দক্ষিণ পার্শ্বে নিবন্ধনহীন সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক ডাক্তার সবুজ কুমার দাস, ব্যবস্থাপনা পরিচালক ও ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেজাউল ইসলাম, সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, বামনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, দক্ষিণ গুদিঘাটা গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম, দক্ষিণ কাকচিড়া গ্রামের আনসার আলী খানের ছেলে মাঈনুল ইসলাম, মোরেলগঞ্জ কলেজ মোড় এলাকার সামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম, সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সেবিকা উর্মি ও মুন্নী।

মামলায় ছগীর হাওলাদার উল্লেখ করেন, গত ১৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে ডৌয়াতলা বাজারের দক্ষিণ পার্শ্বে সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে বিশ হাজার টাকা চুক্তিতে ছগীর হোসেনের মেয়ে মেঘলার সিজারিয়ান অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করার আশ্বাস দেওয়া হয়। মেঘলার স্বামী তারেক ক্লিনিকের নিয়মানুযায়ী চুক্তির অর্ধেক দশ হাজার টাকা অগ্রিম জমা করে। পরে মামলায় উল্লেখিত ১নং আসামি ডাক্তার সবুজ কুমার দাস পরীক্ষা-নিরীক্ষা শেষে কোনো অভিজ্ঞ সার্জন ছাড়াই কয়েকজন অদক্ষ সহকর্মীদের নিয়ে অপারেশন করে। দীর্ঘসময় পার হয়ে গেলে মামলার বাদীর সন্দেহের সৃষ্টি হলে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে রোগীর খবর জানতে চাইলে অপারেশনের কাজ চলছে বলে জানায় তারা। এক পর্যায়ে তিনি চিৎকার শুরু করলে ওইদিন রাত ১১টার দিকে রোগীর হার্টবিট বেরে যাওয়ার কথা বলে রোগীকে জরুরি বরিশালে নিয়ে যেত বলে। বরিশালে যাওয়ার পথে মেঘলার কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহের সৃষ্টি হলে পথিমধ্যে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেড় থেকে দুই ঘণ্টা আগেই মেঘলা মারা গেছে বলে জানান।

মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বামনা থানার ওসি তুষার কুমার মন্ডল কালবেলাকে জানান, আমাদের সব আইনানুগ প্রক্রিয়া চলমান। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি রাতে সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পরলে পরদিন ১৬ জানুয়ারি বরগুনা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফজলুল হকের নির্দেশে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বামনা উপজেলা ভূমি কর্মকর্তা নিবন্ধনহীন ওই ক্লিনিক সিলগালা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X