রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়। বিএনপি রাজবাড়ীতে অনেক রেলপথ বন্ধ করে দিয়েছিল। আস্তে আস্তে আমরা পিছনের দিকে হাটছিলাম বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার রাজবাড়ীসহ বাংলাদেশে অনেক রেললাইন চালু করেছেন। সকলে জেনে খুশি হবেন রাজবাড়ীর লোকোশেডকে আবার জীবিত করা হচ্ছে। গোয়ালন্দে নকশিকাঁথা ট্রেন ও মধুমতি দুইটি ট্রেন পুনরায় ফেরত আসবে। বরিশাল পর্যন্ত রেললাইন করা হবে। মাগুরায় একটা রেললাইন চালু হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে যে ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যেন চালু হয়, তার সর্বাত্মক চেষ্টা করব। রেলের জায়গা দখল করে অনেকেই নানান স্থাপনা তৈরি করেন, এটা করা যাবে না। এটা অন্যায় কাজ। অবৈধভাবে রেলের জায়গা কেউ দখল করবেন না। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাটাই হবে আমার কাজ।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালমা চৌধুরী রুমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
মন্তব্য করুন