ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোড়া এলাকায় দূরপাল্লার যাত্রীবাহী চলন্ত বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ ৬ জন আহত হয়েছে। নিহত হাবিবুর রহমান টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বড় পাকিয়া পাহাড়পুর গ্রামের মো. শামসুল মিয়ার ছেলে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের ভুয়াপুর যাচ্ছিল। খাড়াজোড়া এলাকায় আসলে উল্টা পথে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান নামে বাসের চালকের সহকারী নিহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাড়াজোড়া এলাকায় আসলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এদিকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
মন্তব্য করুন