সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অ্যাম্বুলেন্সকে চাপা দিল জাফলংগামী একটি ট্রাক। শনিবার (২০) জানুয়ারি বিকেল ৪টায় সিলেট-তামাবিল মহাসড়ক হরিপুর বাজার সংলগ্ন ইলিয়াস ড্রাইভারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ট্রাক।
এতে একটি বৈদ্যুতিক খাম্বা ও অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউই হতাহত হয়নি।
এলাকাবাসী জানায়, প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেট-তামাবিল এই মহাসড়কটি। বলতে গেলে সড়কটি যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
ইলিয়াস ড্রাইবার জানান, আমার পরিবার অসুস্থ হওয়ায় সিলেট হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসে। গাড়িটি বাড়ির সামনে রাখা ছিল। আমার পরিবার গাড়িতে ওঠার আগমুহূর্তে হঠাৎ করেই ট্রাক অ্যাম্বুলেন্সকে চাপা দেয়। ভাগ্যক্রমে আমার পরিবার বেঁচে যায়।
মন্তব্য করুন