নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সেতু ভেঙে খালে, জনদুর্ভোগ চরমে

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ছবি : কালবেলা

নারায়গঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ফলে অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটি বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সেতুটি অর্ধেক অংশ ভেঙে গিয়ে ডিএনডি খালে পড়ে যায়। ফলে দুই পাড়ের জনগণের আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর আশপাশে আর কোনো সেতু না থাকায় পথচারী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। পথচারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তখন সেতুটি সংস্কার কিংবা নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে গত বছরের শেষের দিকে সেতুটির কয়েকটি পিলার ভেঙে গেলে ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে সাময়িকভাবে সংস্কার করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন থেকেই সেতুটি যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এবং শিমরাইল মোড়ের মার্কেটের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য ১১ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। সেতুটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ যাতায়াত করত। এছাড়া খাল পারাপারের জন্য কাছাকাছি কোনো সেতু না থাকায় আশপাশের ব্যবসায়ীরা তাদের মালামাল এ সেতু দিয়ে আনা-নেওয়া করত। ফলে সেতুটি ভেঙে যাওয়ায় হীরাঝিল এলাকার সঙ্গে শিমরাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১নং ওয়ার্ডের বাসিন্দা কাজল মিয়া জানান, সেতুটি দিয়ে এলাকাবাসী মার্কেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেতাম। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় অনেক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। আমরা কোনোভাবে যেতে পারলেও নারী ও বৃদ্ধদের জন্য এটি অনেক কষ্টের বিষয়।

কাসসাফ শপিং সেন্টারের দোকান মালিক হাবিবুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি ভেঙে পড়ার পর থেকে দোকানে ক্রেতা কমে গেছে। কারণ ওই পাড়ের লোকজন এখন সহজে এপাড়ে আসতে পারে না। তাই আমরা ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি।

কবির হোসেন নামের এক কাপড়ের ব্যবসায়ী জানান, হীরাঝিল আবাসিক এলাকার ৬ নম্বর রোডে একাধিক গোডাউন রয়েছে। এই গোডাউন থেকে মালামাল মার্কেটে এনে ব্যবসা করি। সেতুটি ভেঙে যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তাছাড়া বিকল্প কোনো রাস্তাও সিটি করপোরেশন তৈরি করছে না।

নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, এর আগেও আমি সংস্কার করেছিলাম। সেতুটি দিয়ে মানুষের পাশাপাশি মালামাল নিয়ে যাতায়াত করায় আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেতুটি পুনর্নির্মাণের জন্য আমি সিটি করপোরেশন অফিসে দরখাস্ত করেছি। তারা নির্দেশ দিলে আমি সেতুটির কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

বিএনপির আরেক নেতাকে গুলি

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

১০

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

১১

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

১২

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

১৩

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

১৪

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

১৫

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

১৬

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

১৭

বিএনপির ৫ কর্মসূচির ঘোষণা, নেবে মতামত ও পরামর্শ

১৮

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

১৯

ড. খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক, মন্তব্যে চীনের প্রতিবাদ

২০
X