শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে সেতু ভেঙে খালে, জনদুর্ভোগ চরমে

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ছবি : কালবেলা

নারায়গঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার চিটাগাং রোড কাসসাফ সুপার মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে যাওয়ার ৪ দিন পার হলেও শুরু হয়নি সংস্কারকাজ। ফলে অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটি বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সেতুটি অর্ধেক অংশ ভেঙে গিয়ে ডিএনডি খালে পড়ে যায়। ফলে দুই পাড়ের জনগণের আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর আশপাশে আর কোনো সেতু না থাকায় পথচারী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। পথচারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তখন সেতুটি সংস্কার কিংবা নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে গত বছরের শেষের দিকে সেতুটির কয়েকটি পিলার ভেঙে গেলে ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে সাময়িকভাবে সংস্কার করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন থেকেই সেতুটি যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এবং শিমরাইল মোড়ের মার্কেটের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য ১১ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। সেতুটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ যাতায়াত করত। এছাড়া খাল পারাপারের জন্য কাছাকাছি কোনো সেতু না থাকায় আশপাশের ব্যবসায়ীরা তাদের মালামাল এ সেতু দিয়ে আনা-নেওয়া করত। ফলে সেতুটি ভেঙে যাওয়ায় হীরাঝিল এলাকার সঙ্গে শিমরাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১নং ওয়ার্ডের বাসিন্দা কাজল মিয়া জানান, সেতুটি দিয়ে এলাকাবাসী মার্কেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেতাম। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় অনেক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। আমরা কোনোভাবে যেতে পারলেও নারী ও বৃদ্ধদের জন্য এটি অনেক কষ্টের বিষয়।

কাসসাফ শপিং সেন্টারের দোকান মালিক হাবিবুর রহমান জানান, গুরুত্বপূর্ণ এই সেতুটি ভেঙে পড়ার পর থেকে দোকানে ক্রেতা কমে গেছে। কারণ ওই পাড়ের লোকজন এখন সহজে এপাড়ে আসতে পারে না। তাই আমরা ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি।

কবির হোসেন নামের এক কাপড়ের ব্যবসায়ী জানান, হীরাঝিল আবাসিক এলাকার ৬ নম্বর রোডে একাধিক গোডাউন রয়েছে। এই গোডাউন থেকে মালামাল মার্কেটে এনে ব্যবসা করি। সেতুটি ভেঙে যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তাছাড়া বিকল্প কোনো রাস্তাও সিটি করপোরেশন তৈরি করছে না।

নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, এর আগেও আমি সংস্কার করেছিলাম। সেতুটি দিয়ে মানুষের পাশাপাশি মালামাল নিয়ে যাতায়াত করায় আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেতুটি পুনর্নির্মাণের জন্য আমি সিটি করপোরেশন অফিসে দরখাস্ত করেছি। তারা নির্দেশ দিলে আমি সেতুটির কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১০

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১১

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১২

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৩

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৪

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৫

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৬

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৭

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৮

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৯

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

২০
X