শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত শ্রীমঙ্গলের জনজীবন

মাঠের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে শীতের সকালে হাঁটতে বেরিয়েছেন দুজন বৃদ্ধ। ছবি : কালবেলা
মাঠের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে শীতের সকালে হাঁটতে বেরিয়েছেন দুজন বৃদ্ধ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় এ তথ্য জানান শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান। ঘন কুয়াশা ও মেঘলা আকাশ কেটে গেলে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।

এদিকে উপজেলায় সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। সূর্যের তাপ না থাকায় শহর ও গ্রামাঞ্চলের লোকজনকে গরম কাপড় গায়ে দিয়েও কাঁপতে দেখা গেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। মোটা গরম কাপড়ের অভাবে চা-শ্রমিকসহ নিম্নআয়ের লোকজন বেশি কষ্টে আছেন। টানা কয়েক দিনের হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। দিন রাত সমান তালে বইছে কনকনে হিমেল হাওয়া। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।

কনকনে শীতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের এক শ্রমিক কাজে বেরিয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে কনকনে শীতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের এক শ্রমিক কাজে বেরিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার শ্রীমঙ্গলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে শীতের অনুভূতি বেশি হবে। এ ছাড়া মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। সকাল থেকে টুকরি-কোদাল কাঁধে নিয়ে শহরের দিকে এই শ্রমজীবীদের অনেকে আসছিলেন। রিকশা ও ভ্যান নিয়েও অনেকে পথে বের হন। প্রায় সবারই কান-মাথা চাদর, মাফলার দিয়ে মোড়ানো ছিল। কনকনে ঠান্ডা বাতাসে ভোগান্তি আরও বাড়ে।

হাইল হাওরের বাইক্কা বিল এলাকার হাসান আহমদ বলেন, দু-চার দিন ধরে অনেক ঠান্ডা লাগছে। এর আগে এত ঠান্ডা ছিল না। রাতের বেলাতেই বেশি ঠান্ডা লাগে। গাঢ় কাপড় ছাড়া চলা যায় না।

রিকশাচালক আবুল কালাম বলেন, ‘কনকনে ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে। ইনকাম না করলে খামু কী? ঠান্ডায় ভালো জ্যাকেটও নাই, বাধ্য হয়ে যা আছে তাই পরে বের হয়েছি।

প্রেমনগর চা বাগানের চা শ্রমিক জানান, কুয়াশা নেই। তবে কনকনে শীত। ভোরে প্রচণ্ড হিমশীতের মধ্যেই তারা চা বাগানে পাতা তুলতে এসে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করব, জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত জেলার ৭টি উপজেলার ৩৭ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় তা অপ্রতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল

সিলেটে বিএনপির জনসভায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ নেতাকর্মী

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার হয়েছে : তারেক রহমান

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কড়া সমালোচনা সাবেক ভারতীয় তারকার

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

১০

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান / ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড

১১

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

১২

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

১৩

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

১৪

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১৫

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

১৬

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

১৭

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

১৮

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

১৯

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

২০
X