নওগাঁর নিয়ামতপুরে চলতি মৌসুমে সরিষা ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও সরিষার দানা পরিপক্ব হওয়ার আগেই পচন রোগ ধরায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সরিষা চাষাবাদের প্রথমের দিকে আবহাওয়া ভালো থাকলেও কিছুদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে হোয়াইট মোল্ড রোগ ক্ষেতে দ্রুত ছড়িয়ে পড়ছে।
সরিষা আবাদে হোয়াইট মোল্ড নামে রোগটি মূলত ছত্রাকজনিত রোগ। রোগে আক্রান্ত সরিষা গাছে সাদা রঙের শেওলা ধরার মতো দেখা যাচ্ছে। স্বল্প দিনের মধ্যে আক্রান্ত গাছের অংশভাগ শুকিয়ে যায়। নিয়ামতপুর উপজেলার প্রায় সরিষা ক্ষেতে এ রোগের আক্রমণ লক্ষ করা যাচ্ছে।
নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ হাজার হেক্টর এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ হয়েছে ৬ হাজার ৭৬৫ হেক্টর। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস থেকে ৪ হাজার ৭৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, স্থানীয় জাতের সরিষা চাষাবাদ করেছি। সরিষা গাছের ফুল দেখে ভালো ফলনের আশা ছিল। কিন্তু সরিষার দানা পরিপক্ক হওয়ার আগে গাছে পচন রোগ দেখা দেয়। আক্রান্ত গাছ ও পডের অংশ সাদা হয়ে যাচ্ছে এবং গাছ ও পড নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে ওষুধ স্প্রে করে আক্রান্ত সরিষা গাছগুলো রক্ষা করার চেষ্টা করছি।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, আবহাওয়া ও নাইট্রোজেনের পরিমাণ বেশি হলে এ রোগ হতে পারে। এটি একটি ছত্রাকজনিত রোগ। সরিষা আবাদের এ রোগ প্রতিকারের জন্য কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের সরিষা ক্ষেতে গিয়ে রোগ নির্ণয় করে পরামর্শ দিচ্ছে। এ বছর উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন