নওগাঁয় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামা সত্ত্বেও পাঠদান কার্যক্রম চলেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। বুধবার (২৪ জানুয়ারি) নওগাঁয় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধের নির্দেশনা থাকলেও আজ নওগাঁয় সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল রয়েছেন ধোয়াশার মধ্যে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার বিষয়টি স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকাল ১০টার পর তাপমাত্রা বেড়ে যায়। তাই আমরা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, সকালে তাপমাত্রা কম থাকে। কিন্তু সকাল ১০টার পর স্বাভাবিকভাবেই ১০ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়।
মন্তব্য করুন