ঝিনাইদহের কোটচাঁদপুরে সালমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে বাড়ির পাশের পানের বরজে ফেলে রাখা হয়। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামে।
খবর পেয়ে পুলিশ গুড়পাড়া গ্রামের নিজ বাড়ির পাশের পান বরজ থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত গৃহবধূ সালমার স্বামী তরিকুল ইসলামকে পুলিশ আটক করেছে।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিহত গৃহবধূ তার মেয়েকে পড়ানোর কথা বলে ঘরের বাইরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর শুক্রবার সকালে বাড়ির পাশের পানের বরজে তার লাশ পাওয়া যায়। নিহত গৃহবধূর গলায় কালো দাগ দেখে পুলিশ ধারণা করছে তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত গৃহবধূর স্বামী তরিকুলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন