যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে দুম্বার মাংস আত্মসাতের অভিযোগ দেওয়ায় হামলার শিকার হয়েছেন এক ইউপি সদস্য।
শুক্রবার (২৬) জানুয়ারি গুলবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ১নং ওয়ার্ডের ওই ইউপি সদস্যের নাম তরিকুল ইসলাম। এ ঘটনায় তার চাচা আহসান আলী (৬০), ছোট ভাই তারিফুল ইসলাম (২২) ও স্ত্রী শ্যামলী খাতুন আহত হয়েছেন। আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি তিনি এবং আরও কিছু ইউপি সদস্য মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যান আমিনের বিরুদ্ধে ত্রাণের দুম্বার মাংস আত্মসাৎ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে না আসার অভিযোগ করেন।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের পিএ হিসেবে পরিচিত গুলবাকপুর গ্রামের মহসিন আলী সদলবলে তার ওপর চড়াও হয়। এ সময় অন্য অনেক প্রসঙ্গ উঠে আসে, চেয়ারম্যানের কাছে পাওনা টাকার কথা বললে তারা অতর্কিত হামলা চালায়। এ সময় তার ভাই, চাচা ও স্ত্রী আহত হন।
ঝিকরগাছা থানা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন