জয়পুরহাটে ২৪ বোতল ফেনসিডিল এবং ১ লাখ ৫২ হাজার টাকা জব্দ করে যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ আসামিদের পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) জয়পুরহাট র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট জেলার পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রামের এনামুল হকের (৪১) বাড়িতে গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে র্যাবের একটি দল অভিযান চালায়। সেখান থেকে ২৪ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা জব্দ করে র্যাব। মাদক কারবারি এনামুলের স্ত্রী জাহানার বেগম এবং উত্তর গোপালপুর গ্রামের রুবেল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। র্যবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক এনামুল হক।
র্যাবের দাবি, তারা সীমান্তবর্তী গ্রাম থেকে মাদক ক্রয় করে জয়পুরহাট জেলাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। পলাতক এনামুল হক ও তার স্ত্রী জাহানার বেগম এলাকার চিহ্নিত মাদক কারবারি।
মন্তব্য করুন