নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

খুর-কাঁচি হাতে ফুটপাতেই ৪০ বছর

বাজারের পাশে খোলা জায়গায় নরসুন্দরের কাজ করছেন বাবুল সরকার। ছবি : কালবেলা
বাজারের পাশে খোলা জায়গায় নরসুন্দরের কাজ করছেন বাবুল সরকার। ছবি : কালবেলা

চারদিকে ফাঁকা, নেই দামি কোনো চেয়ার-টেবিল, নেই কোনো আয়না আধুনিক সরঞ্জাম। হাতে আছে শুধু খুর আর কাঁচি। আর এভাবেই ৪০ বছর ধরে করছেন নরসুন্দরের কাজ। অনেক আগেই পরিচিতি লাভ করেছেন গরীবের নরসুন্দর (নাপিত) হিসেবে।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের খরাপ গ্রামে বাবুল সরকারের (৫২) বাড়ি। ১২ বছর বয়স থেকেই দারিদ্র্যতার জন্য বেছে নিয়েছিলেন নরসুন্দরের কাজ। মানুষের চুল, দাড়ি কেটে দেওয়ায় তার একমাত্র পেশা। প্রথম দিকে অন্যের সেলুনে চুল কাটার কাজ করতেন বাবুল সরকার। সে সময় মাসে বেতন পেতেন ১৫ টাকা। পরে নিজেই শুরু করেন এই পেশা। প্রায় ৫০ বছর পার করেছেন এই পেশায়।

ফুটপাতেই ৪০ বছর ধরে মানুষের চুল, দাড়ি কাটার কাজ করছেন তিনি। আর এই কাজ করেই বিয়ে দিয়েছেন ৩ কন্যাসন্তানকে। ১৯৭১ সালে বাবুল সরকার যুদ্ধের কারণে পরিবারের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন পার্শ্ববর্তী দেশ ভারতে। যুদ্ধ শেষ হলে আবার ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। এরপরে পরিবারের অসচ্ছলতার কারণে কিশোর বয়সেই নেমে পড়েন বাস্তবতার জগতে।

মাসে একবার প্রায় সবাইকে যেতে হয় সেলুনে চুল, দাড়ি কেটে নেওয়ার জন্য। বর্তমান প্রেক্ষাপটে প্রকার ভেদে চুল, দাড়ি কাটতে সেলুনে সর্বনিম্ন খরচ হয় একশ থেকে দেড়শ টাকা। সেখানে এখনো ৩০ টাকায় চুল এবং ২০ টাকায় দাড়ি কেটে নেওয়া যায় বাবুল সরকারের কাছ থেকে। সাপ্তাহিক বিভিন্ন বাজারগুলোতে একটা মোড়া আর চেয়ার পেতেই কার্যক্রম চালান বাবুল সরকার। বর্তমানে দিন শেষে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন তিনি।

বাবুল সরকার বলেন, একসময় নামিদামি সেলুন গ্রাম পর্যায়ে ছিল না। সে সময় খুব সকালে বিভিন্ন সাপ্তাহিক বাজারগুলোতে যেতেন নিজের নরসুন্দরের কাজ করতে। তখন দুপুরের খাবারের সময় পেতেন না বাবুল সরকার। কাজের চাপে কোনো কোনো দিন রাতে বাসায় গিয়েই খাবার খেতে হতো। তবে সেই সময়ে আয় রোজগারও ভালো হতো। পরিবার নিয়ে সুখে ছিলেন। কিন্তু বর্তমান ভাটা পড়েছে তার ব্যবসায়। ফলে অনেক সময় পরিবারের খরচ মেটাতে পড়তে হয় বিপাকে।

তিনি জানান, ফুটপাতেই দীর্ঘ ৪০ বছর খুর এবং কাঁচি নিয়ে এ কাজ করছেন তিনি। মাত্র ১৫ বছর আগেও এই বাজারে কাজের চাপে দম ফেলার সময় পেতেন না তিনি। কিন্তু এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কোনো সপ্তাহে ইজারাদারের খাজনা পর্যন্ত দেওয়া মুশকিল হয়ে পড়ে। দিন শেষে কয়েকবার শূন্য পকেট নিয়েই বাসায় ফিরেছেন তিনি।

ওই বাজারের ইজারাদারের সদস্য লতিফর রহমান জানান, একসময় বাবুল সরকার অনেক সকালে আসত। এখানে কোনো হোটেল দুপুরের খাবার কিনে খেত সে। তার ইনকাম তখন ভালো হতো। কিন্তু এখন আগের মতো ইনকাম হয় না। কোনো কোনো দিন আমাদের খাজনাও দিতে পারে না সে। তাই আমরাও জোর করি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

অবশেষে ভিসা পাচ্ছেন সাকিবরা

মহিলা ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে : সালাম

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?

৪৭ আসনের সিদ্ধান্ত কবে, জানালেন এহসানুল মাহবুব

এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

১০

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

১১

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

১২

ভুয়া জরিপ আর মিথ্যা প্রচারণা দিয়ে ইতিহাস বদলানো যাবে না : দুদু

১৩

জবিতে বিএনকিউএফ স্ট্যান্ডার্ডসবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৪

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

১৫

‎পাঁচ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

১৬

চবি নিয়োগ ইস্যুতে জবাবদিহি না পেয়ে ছাত্রদলের সভা ত্যাগ

১৭

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তিকে তো করা হয়নি : ইসি মাছউদ

১৮

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

১৯

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

২০
X