শুধু নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়েই ক্ষান্ত হয়নি চোর। ফ্রিজ খুলে সেখানে থাকা মাছ, মাংস ও দুধও নিয়ে গেছে তারা। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ডামুড্যার দারুল আমান ইউনিয়নে।
ঘটনাটি গত ৩ ফেব্রুয়ারি রাতে ঘটলেও জানাজানি হয়েছে সোমবার (৫ ফেব্রুয়ারি)।
জানা যায়, চোর চক্রটি বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, মামলার গুরুত্বপূর্ণ নথিসহ ফ্রিজে থাকা গরুর মাংস, মাছ ও দুধও নিয়ে যায়।
ভুক্তভোগী মোশাররফ খন্দকারের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ডাক্তার দেখাতে ছেলের সঙ্গে ঢাকায় গিয়ছিলাম। প্রতিবেশীদের ফোনের মাধ্যমে জানতে পারি আমার বাসায় চুরি হয়েছে। বাড়িতে এসে দেখি আমার ঘরের তালা ভেঙে স্টিলের আলমিরা ভেঙে পঞ্চাশ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। এমনকি আমার ফ্রিজে থাকা গরুর মাংস, মাছ ও দুধ নিয়ে যায়।
মনোয়ারা বেগমের প্রতিবেশী মো. ইমান উদ্দিন খন্দকার বলেন, হঠাৎ করে আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটল। তবে চোরেরা টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মালামাল চুরি করেই থামেনি, তারা ফ্রিজ থেকে মাছ, মাংস ও দুধও চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক বলেন, আমার দারুল আমান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারটি বাড়িতে চুরির ঘটনা শুনেছি। তবে আশ্চর্য হয়েছি, তারা টাকা-পয়সা স্বর্ণালংকার চুরির সঙ্গে সঙ্গে ফ্রিজে থাকা গরুর মাংস, মাছ ও দুধও চুরি করে নিয়ে গেছে।
ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় বাড়ির মালিকরা কেউই বাড়িতে ছিল না। তবে ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন