কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাঠ হস্তান্তর, শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

ইজতেমা ময়দান। পুরোনো ছবি
ইজতেমা ময়দান। পুরোনো ছবি

গাজীপুরের টঙ্গীতে আগামী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এ জন্য প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেছেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে বিশ্ব ইজতেমা-২০২৪ এর কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের আয়োজকরা বিশ্ব ইজতেমার ময়দান ও মালামাল হস্তান্তর করে। পরে দুপুর ৩টার দিকে দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা আয়োজন করার লক্ষ্যে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে মাঠ ও মালামাল হস্তান্তর করা হয়।

হস্তান্তর কার্যক্রম শেষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমরা খুব শান্তিপূর্ণভাবে মাঠ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেছি। গত সোমবার থেকে আমরা মাঠে ছিলাম। বিভিন্ন জিনিস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। ব্যবহারযোগ্য ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া পুরো মাঠ ঠিকঠাক পেয়েছি। মঙ্গলবার লিখিতভাবে এক পক্ষের কাছ থেকে মাঠ বুঝে নিয়ে অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছি।

মাঠ বুঝে পেয়ে সাদের অনুসারীদের শীর্ষস্থানীয় মুরব্বি আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা মাঠ বুঝে পেয়েছি। ছোটখাটো কিছু সমস্যা আছে। প্রশাসনের সহায়তায় সমাধান করে নেব। ইতিমধ্যে আমাদের অনেক বিদেশি মেহমান চলে এসেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে সারা দেশ থেকে মুসল্লিরা আসা শুরু করবেন।

মাঠ হস্তান্তরের সময় মাওলানা জুবায়েরের অনুসারীদের পক্ষে শীর্ষস্থানীয় মুরব্বি মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দীন জেলা প্রশাসককে মাঠ বুঝিয়ে দেন। অন্যদিকে সাদের অনুসারীদের পক্ষে মাঠ বুঝে নেন আবদুস সালাম।

সরেজমিনে দেখা গেছে, পুরো মাঠ এখন ফাঁকা। মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা-আবর্জনা, বিভিন্ন পলিথিন ও কাগজ। সাদের অনুসারীদের অনেকে এরইমধ্যে মাঠে প্রবেশ করেছেন। তাঁরা মাঠ ঘুরে দেখছেন। যেখানে মেরামত বা ঠিক করা প্রয়োজন, সেখানে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পক্ষ বা মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা শেষ হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর কাণ্ড

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

১০

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

১১

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

১২

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

১৩

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১৪

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১৫

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১৬

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৭

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৮

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৯

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

২০
X