কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। ছবি : কালবেলা
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। ছবি : কালবেলা

ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বয়ান করছেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলা অনুবাদ করছেন মাওলানা মনির বিন ইউসুফ। আগত মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে ময়দানে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।

দেশের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামায়াতের সাদের অনুসারীরা এ পর্বে অংশ নিয়েছেন। ৮৮টি খিত্তায় বিভক্ত ইজতেমা ময়দানে মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে জিকির আসকারে মশগুল, চলছে ধর্মীয় বয়ান। মুসল্লিদের সুযোগ সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয়নিষ্কাশনসহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও মুসল্লিদের চিকিৎসায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

মুসল্লিরা বলেছেন, ইবাদত, বন্দেগী আর ধর্মীয় বয়ান শুনে তারা সময় পার করছেন। এখানে ঈমান, আমলসহ তাবলীগ জামাতের ৬ উসুল নিয়ে আলোচনা হবে। দ্বীনের মেহনত ও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইজতেমার ময়দানে এসেছেন। ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, গতকাল যোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর মাগরিব পর্যন্ত চলে ধর্মীয় বয়ান। শুক্রবার ফজরের পরে বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় তালিমের মৌজু করবেন মাওলানা ইলিয়াস। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জুমার পরে আরবি বয়ান করবেন শেখ মোফলে। বাংলা তরজমায় মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ ও মাগরিবের পরে বয়ান-মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমায় থাকবেন মাওলানা জিয়া বিন কাশেম।

ইজতেমা ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। নামাজ ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর দেড়টার দিকে এ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কটি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ কাজ করছে। যানজট এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, টঙ্গী বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় তিন হাজারের উপরে বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান-করবেন ভারতের মাওলানা সাঈদ বিন সাদ, বাংলা তরজমায় মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমেরদের সাথে কথা বলবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। যোহরের পরে বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ, বাংলা তরজমায় মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান, বাংলা তরজমায় মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের পরে বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব, বাংলা তরজমায় মাওলানা মনির বিন ইউসুফ। রোববার (১১ ফেব্রুয়ারি) ফজরের পরে বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ, বাংলা তরজমায় মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলা তরজমায় মাওলানা মনির বিন ইউসুফ। রোববার যোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পরও শান্তর মুখে হতাশা

ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না কর্মকর্তা, রাজশাহী মাউশি কার্যালয়ে দুদক

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

১০

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

১১

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

১২

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

১৩

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১৪

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১৫

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১৬

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৭

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৮

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৯

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

২০
X