দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারী পার্বতীপুর রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে অবস্থান করছিলেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর।বৃহস্পতিবার বিকেলে কম্বল পেঁচিয়ে চার নম্বর প্লাটফর্মের উত্তর পাশে ওভার ব্রিজের নিচে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকালে নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হলে মাথায় মোড়ানো কাপড় সরিয়ে মৃত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন