ধুনট (প্রতিনিধি) বগুড়া
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা সেই ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার ধুনটে কুপিয়ে আহত করা গোলাম রব্বানী (৩৫) নামের সেই ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে। তিনি উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার নাংলু গ্রামে তাকে কুপিয়ে আহত করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী মোটরসাইকেলে চড়ে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে হাঁস-মুরগির রোগ নিরাময় এবং ইদুর মারার ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সেই সুবাদে নাংলু গ্রামের খোরশেদ আলমের ছেলে মশিউর রহমানের স্ত্রীর সঙ্গে গোলাম রব্বানীর পরিচয় হয়। মাঝে মধ্যেই মশিউরের স্ত্রীকে কুপ্রস্তাব দেন গোলাম রব্বানী।

গত বছরের ১৯ মে রাত ৯টার দিকে মশিউর রহমানের স্ত্রী বাড়ির গোসলখানার ভেতর ছিলেন। এ সময় গোলাম রব্বানী ও তার সহযোগী বাবু মিয়া গোসলখানায় প্রবেশ করে মশিউরের স্ত্রীকে ধর্ষণচেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় মশিউর রহমান বাদী হয়ে গোলাম রব্বানী ও বাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। থানায় অভিযোগ করায় মশিউরের রহমানের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেন গোলাম রব্বানী। একপর্যায়ে ওই বছরের ২৯ জুন দুপুরের দিকে গোলাম রব্বানী ও তার লোকজন মশিউর রহমানকে কুপিয়ে জখম করেন।

এ ঘটনার জের ধরে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। এ সময় গোলাম রব্বানী ফেরি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কোপানো হয়। মশিউর রহমান ও তার লোকজন এ কাজ করেছে বলে স্বজনরা অভিযোগ করছেন।

পরে স্বজনরা ঘটনাস্থল তাকে থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানীর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষর লোকজনের হামলায় আহত গোলাম রব্বানী মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

১০

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ 

১৩

ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

১৪

পর্দায় নরেন্দ্র মোদির ‘মা’ হচ্ছেন রাবিনা ট্যান্ডন

১৫

‘খুদে মেসি’ সোহান এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায়

১৬

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে ডাচ মন্ত্রীকে যা বললেন প্রধান উপদেষ্টা

১৭

মুশফিকের শততম টেস্টে সাকিবের আবেগঘন বার্তা

১৮

পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

১৯

এটা তোমার জয় নয়, অভিশপ্ত জীবনের শুরু: জিতু কামাল

২০
X