নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে শাহা আলী জীবন (৩৫) নামের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম। এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থানার ভূঁইগড় রূপায়ন টাউন এলাকায় মরদেহটি পাওয়া যায়।
জীবন নারায়ণগঞ্জের সদর উপজেলার কায়েমপুরের মো. আবির মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রোববার রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় জীবন দুর্ঘটনার শিকার হন। তাকে অজ্ঞাত কোনো গাড়ি ধাক্কা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। প্রথমে পরিচয় না পেলেও সকালের দিকে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।
মন্তব্য করুন