বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ ফাঁড়ির সামনের দোকান থেকে ৪২ লাখ টাকার ফোন চুরি

বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল। পুরোনো ছবি
বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল। পুরোনো ছবি

বগুড়া শহরে পুলিশ ফাঁড়ির সামনের মোবাইল মার্কেটের একটি দোকান থেকে প্রায় ৪২ লাখ টাকার মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের এক নৈশ প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় ‘প্লাস মোবাইল কেয়ার’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের সার্টারের (দরজা) তালা খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৭০ পিস মোবাইল ফোন নিয়ে গেছে।

দোকানটির মালিক মিল্টন সাহা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। রাত ১১টার দিকে মার্কেটের নৈশপ্রহরী তাকে ফোনে জানান যে দোকানের সার্টার খোলা। এই খবর পেয়ে তিনি রাতেই মার্কেটে যান। গিয়ে দেখেন দোকানের সার্টার খোলা এবং সেখানে লাগানো তালাগুলোও নেই। দোকানে ঢুকে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৭০টি এবং ১০০টি পুরাতন মোবাইল ফোন সেট খোয়া গেছে। যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, নবাববাড়ি সড়কে সদর পুলিশ ফাঁড়ির বিপরীতে পাঁচতলা বিশিষ্ট মোবাইল মার্কেটের দোতলায় মোবাইল ফোনের ৩০টি দোকান রয়েছে। মার্কেটের নিরাপত্তায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। নিয়মানুযায়ী রাত ১০টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত মার্কেটে লোকজন থাকে। চুরি যাওয়া দোকানে চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই বিকল ছিল। এছাড়া মার্কেটের সিসিটিভি ক্যামেরাগুলোও অনেকদিন ধরে নষ্ট।

পুলিশের হেফাজতে থাকা মার্কেটের নৈশপ্রহরী আজমির হোসেন জানান, মার্কেটের সব দোকান বন্ধ হলে রাত ১১টার পর রাউন্ড দিতে গিয়ে দোতলায় ওই দোকানের সার্টার খোলা দেখতে পান। পরে দোকান মালিক এবং পুলিশে সংবাদ দেওয়া হয়।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। তখনো মার্কেটে অনেক লোকজন ছিল। এই সময়ের মধ্যে সন্দেহজনক বা অপরিচিত কাউকে মার্কেটে দেখা যায়নি।’

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা জানান, রাতেই চুরি যাওয়া দোকান পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে করা হচ্ছে। কারণ ওই মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়া রাত ১২টা পর্যন্ত সেখানে লোক সমাগম থাকে। এর মধ্যে চুরি এবং দোকানের তালা উধাও হওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আজমির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু মানুষ কেন ক্ষুধা পেলে রেগে যান

১৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

টিভিতে আজকের যত খেলা

উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ইরানে নতুন নেতৃত্ব দরকার : ট্রাম্প

১৮ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যৌথবাহিনীর অভিযানে জামায়াতের সাবেক নেতাসহ আটক ২

সফল হতে নাশতার আগেই যেসব কাজ করবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

১৪

২৪-০ গোলে জিতলেন ঋতুপর্ণারা

১৫

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

১৬

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

১৭

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

১৮

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

১৯

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

২০
X