নাটোরের বাগাতিপাড়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বড়াল হলের ৩১৫ নম্বর কক্ষ থেকে তাহমিদ হাসান নাসিম নামের ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। তাহমিদ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ১ম সেমিস্টারের ছাত্র ছিলেন। সে রাজশাহী জেলার পুঠিয়া থানার ডাংগা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, তাহমিদকে তার নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলতে দেখে ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকরা মিলে স্থানীয় মজুমদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ডাক্তারের পরামর্শে তাকে (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট) সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার মৃত ঘোষণা করে। পুনরায় নিশ্চিত হওয়ার জন্য তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন