মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার বরুড়া উপজেলায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে দুই পর্যবেক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা আগানগর আবুল বশির কারিগরি উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের বাংলা পরীক্ষা হয়।কেন্দ্র সচিব রেহানা বসরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন নার্গিস আফজাল উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক মোস্তফা আলম এবং বাড়াইপুর দারুসসুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, কেন্দ্রটির ৩ নম্বর কক্ষে অসদুপায় অবলম্বন করেন বহিষ্কৃত দুই শিক্ষার্থী। এ সময় ওই কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন অব্যাহতি দেওয়া সহকারী শিক্ষক মোস্তফা আলম ও আমির হোসেন। এই দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বহিষ্কৃত শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বনের সুযোগ পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদের আগামী পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন