কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সরব ফ্রেন্ডশিপের শিক্ষার্থীরা

চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও তরুণদের করণীয় শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা
চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন ও তরুণদের করণীয় শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা

আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও সেমিনারে দুঃখ-দুর্দশার কথা তুলে ধরছে প্রাকৃতিক দুর্যোগের শিকার ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা। আর এ ক্ষেত্রে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের দাবি আদায়ে বড় ভূমিকা রাখছে উত্তরের জেলা কুড়িগ্রাম। জেলা প্রশাসক মিলানায়তনে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে জলবায়ু মোকাবিলায় ফ্রেন্ডশিপের কর্মসূচি নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংস্থার শিক্ষা বিভাগ প্রধান ব্রি. জে. (অব.) ইলিয়াস ইফতেখার রসূল এবং স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক রেজা আহমেদ।

চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্তিতে তরুণদের ভূমিকা নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। তিনি জানান, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে ফ্রেন্ডশিপ শিক্ষার্থীদের সরব হওয়া দেশের জন্য খুবই ইতিবাচক।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন-জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের কুড়িগ্রাম রিজিওনাল কোঅরডিনেটর আব্দুস সালাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নেয়ামাত উল্লাহ, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি, রাজু মোস্তাফিজ জ্যেষ্ঠ সাংবাদিক শফি খান,শফিকুল ইসলাম বেবু, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নিয়মিত লেখা-পড়ার পাশপাশি জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানো এবং সক্ষমতা বাড়ানোর কৌশল রপ্ত করছে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২১ সাল থেকে ইউরোপের কয়েকটি দেশের মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করে আসছে তারা। ২০২৩ সালের জুনে ফ্রান্সে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান ইয়ুথ ইভেন্ট’ এবং ডিসেম্বরে দুবাইতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে (কপ-২৮) অংশ নেয় ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা।

ফ্রেন্ডশিপ কর্মকর্তারা আরও জানান, এগুলো সম্ভব হয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা “মালালা ফান্ডের” সহায়তায় ২ বছর মেয়াদী ‘ডিজিটাল লিটারেসি, কানেকটিভিটি এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স- ডিসিসিপি’ প্রকল্পের মাধ্যমে।

অপরদিকে, কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিনকে সম্মাননা প্রদান করেন সংস্থার শিক্ষা বিভাগ প্রধান ব্রি. জে. (অব.) ইলিয়াস ইফতেখার রসূল ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

১০

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

১১

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১২

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

১৩

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

১৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

১৫

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১৬

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১৮

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৯

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

২০
X