

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী তিন নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে চূড়ান্ত লড়াইয়ে থাকলেন ছয় প্রার্থী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
তারা হলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি ইসহাক আলী এবং সদস্য শামছুজ্জামান আলো।
প্রত্যাহার করার পর চূড়ান্ত প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট শওকত আলী সেলিম ও বর্তমান সাংসদ ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু।
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চূড়ান্ত প্রার্থী হিসেবে ছয়জন প্রার্থী রইলেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করার কারণে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
মন্তব্য করুন