ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় এক পোশাকশ্রমিক নিহত হন। মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া অনন্ত ২০টি যানবাহন ভাঙচুর করেন শ্রমিকরা।
এদিকে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। পুলিশ বিক্ষুব্ধদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। এতে তারা সরেনি। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মুনিরা স্থানীয় টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভুয়াকান্দি চরভাঙা গ্রামের রুহুল আমিনের স্ত্রী। গাড়ির সঙ্গে ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এক ভ্যান চালকসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন