গাজীপুরের নলজানি এলাকায় দোতলা ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।
নিহত নাহিদুল ইসলাম (২৪) মহানগরের সদর থানার বাঙ্গালগাছ এলাকার হাবিবুল্লার ছেলে।
ওসি আবু সিদ্দিক বলেন, সকালে নলজানি এলাকার স্থানীয় শাহ আলমের দোতলা ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে যান নাহিদুল। একপর্যায়ে ছাদের ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে নাহিদুল বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মন্তব্য করুন