আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সেতুর অভাবে ভোগান্তিতে বিরামপুরের ৫০ হাজার মানুষ

বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চৌঘুরিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী। ছবি : কালবেলা
সেতুর অভাবে ভোগান্তিতে বিরামপুরের ৫০ হাজার মানুষ

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চৌঘুরিয়া। পাশ দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। এর পূর্ব পাশে হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রাম। সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়িত হয়নি এখনো। কবে হবে সেতু জানে না এলাকাবাসী। এলাকার ৫০ হাজার জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

সেতু না থাকায় নদীর পশ্চিম দিকে চৌঘুরিয়া, রামচন্দ্রপুর, রণগাঁও, দামোদরপুর ও দাউদপুর গ্রামের কয়েক হাজার মানুষকে কাটলাবাজার ও খট্টামাধবপাড়া গ্রাম হয়ে মোটরসাইকেল, রিকশা-ভ্যানে করে নয়ানগর যেতে হয়। এতে সড়ক পথে প্রায় ৭ কিলোমিটার রাস্তা ঘুরতে হয়।

এলাকাবাসীর দাবি, নদীর ওপর একটি পাকা সেতু হলে দূরত্ব কমে যাবে। এতে দুই উপজেলার মানুষের চলাচল আরও সহজ ও সাশ্রয়ী হবে। দেশ স্বাধীনের পর থেকেই এলাকাবাসীর দাবি একটি সেতুর। বিভিন্ন সময়ে সেখানে সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এলাকার ১০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে।

নদীর পশ্চিম পাশের চৌঘুরিয়া, দামোদরপুর ও রণগাঁও গ্রাম থেকে শতাধিক শিক্ষার্থী নদীর ওপারে নয়ানগর উচ্চবিদ্যালয় ও হাকিমপুর ডিগ্রি কলেজে লেখাপড়া করেন। এসব শিক্ষার্থী বর্ষা মৌসুমে নদীর ঘাটে সময়মতো নৌকা না পাওয়ায় ও ঘাটে অনেক সময় মাঝি না থাকায় ভোগান্তিতে পড়েন। শুধু তা-ই নয়, অনেক সময় মাঝি না থাকায় শিক্ষার্থীরা নিজেরাই নৌকার বৈঠা ধরে বা দড়ি টেনে নদী পার হন।

চৌঘুরিয়া গ্রামের বাসিন্দা ও নয়ানগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বিপ্লব হোসেন বলে, ‘গতকাল বোরবার স্কুলে যাওয়ার সময় নদীর ঘাটে মাঝি না থাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। বর্ষাকালে নদীতে খুব বেশি পানি থাকে। নৌকা করে নদী পার হতে ভয় লাগে। নদীর পাড়ে ঘাটলা না থাকায় নৌকায় উঠতে ও নামতেও অনেকে নদীর পানিতে পড়ে যায়। এখানে একটি সেতু হলে আমাদের ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে।’

নয়ানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, ‘চৌঘুরিয়া গ্রামের অনেক শিক্ষার্থী আমাদের এ বিদ্যালয়ে লেখাপড়া করে। নদীতে সেতু না থাকায় এবং ঘাটে ঠিক সময়ে মাঝি না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে দেরিতে আসে।’

শুকনা মৌসুমে ঘাটের ইজারাদার ওই নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাত্রী পারাপার করেন। কিন্তু জনসাধারণের অতিরিক্ত চলাচলে অল্প দিনেই সেটি ভেঙে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। আর এ বাঁশের তৈরি নড়বড়ে সাঁকো দিয়ে রিকশা-ভ্যান বা পান বহনকারী যান পারাপার করা যায় না।

বিরামপুর উপজেলার চৌঘুরিয়া, দামোদরপুর, রামচন্দ্রপুর, রণগাঁ ও দাউদপুর গ্রামে দুই হাজারের বেশি পানের বরজ রয়েছে। চাষিরা পান বিক্রি করতে এ এলাকার বড় বাজার হাকিমপুরের হিলি হাটে যান। খেয়া নৌকা এড়াতে প্রায় ৭ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। অপর দিকে, হাকিমপুর উপজেলার মোংলা, নয়ানগর, খট্টামাধবপাড়া ও ঘাসুড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষকে মোটরসাইকেল ও রিকশা-ভ্যানযোগে একইভাবে ঘুরে আসতে হয়। বিশেষ করে নদীর পশ্চিম পাশের পানচাষি ও রোগীরা এ পথে বেশি ভোগান্তিতে পড়েন।

চৌঘুরিয়া গ্রামের পানচাষি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকেই শুনতেছি এখানে একটি সেতু হবে। এ জন্য অনেকবার মাপজোখও হয়েছে। কিন্তু আজও এখানে একটি সেতু হলো না। বেঁচে থাকতে মনে হয় আর এখানকার সেতু দেখতে পাব না।’

বিরামপুরের উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেন, চৌঘুরিয়া নদীর ঘাটে একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে গত দুই বছর আগে একটি প্রস্তাবপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এ বিষয়ে একটি ডিও লেটার দিলে সেখানে একটি সেতুর জন্য বরাদ্দ পাওয়া সহজ হবে।

কাটলা ইউপির চেয়ারম্যান ইউনুস আলী মণ্ডল দৈনিক কালবেলাকে বলেন, উপজেলা থেকে প্রকৌশলীরা কয়েকবার মাপজোখ করে গেছেন। কিন্তু সেতু এখনো হয়নি। সেতু নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের একটি ডিও লেটার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, বাফুফে সভাপতির সংযত প্রতিক্রিয়া

বিয়ে করে বিপাকে সারা খান

বন্ধ হলো শরৎ উৎসব

‘আয়নাঘর’ ফেরত সাভারের তিন ভুক্তভোগী যাচ্ছেন ট্রাইব্যুনালে

পীরগাছায় এক মাসে ১২ ট্রান্সফরমার চুরি, ক্ষতি ১০ লাখ টাকা

নিজের সাফাই গেয়ে যা বললেন ক্যাবরেরা

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সমন্বিত ৯ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

১১

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

১২

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

১৩

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

১৪

টুইঙ্কেল আমার সঙ্গে কাজ করতে চাইত না: অক্ষয়

১৫

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

১৬

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

১৭

আজকের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

১৯

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

২০
X