কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় সামনে দিনব্যাপী এ আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আজিজ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও প্রমুখ।
এ সময় বক্তরা জানান, কারিগরি শিক্ষায় শিক্ষিত দ্রুততম সময়ে চাকরির বাজারে প্রবেশের সুযোগ পায়, সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার তরুণরা ৭০ ভাগ বেশি চাকরির সুবিধা পাচ্ছে। তাই কারিগরি শিক্ষায় সবাইকে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান অতিথিরা।
মন্তব্য করুন