বগুড়া শহরের চক ফরিদ কলোনি এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চক ফরিদ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত আজাহারুল ইসলাম শান্ত (২৪) সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজে লেখাপড়ার পাশাপাশি তিনি ইন্টারনেট লাইনের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চক ফরিদ কলোনিতে শান্তর ওপরে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, সেখান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটি হামলায় জড়িতদের, নাকি নিহতের তা নিশ্চিত করা যায়নি। নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
মন্তব্য করুন