বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:৩৪ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

‘জাল ভোট দেওয়ার চেষ্টা করলে ছাড় দেবে না ইসি’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি রাশেদা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি রাশেদা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে ছাড় দেবে না নির্বাচন কমিশন। বড় ধরনের ঘটনা ঘটলে তা বন্ধ করে দিতে পারবে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া একজনের ভোট অন্য জন দিতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা আরও বলেন, নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষতার স্বার্থে সরকার সকল স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রতীকে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীতে উপজেলা নির্বাচনও একই প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে। এর ধারাবাহিকতায় উপনির্বাচনে দলীয় কোনো প্রতীক রাখা হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে বদ্ধপরিকর। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই নির্বাচন কমিশন দক্ষতার পরিচয় দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে রেজাল্ট শিটে সব প্রার্থীর স্বাক্ষর নেওয়া বাধ্যতামূলক। এ কাজে কেউ গাফিলতি করলে নির্বাচন কমিশন মেনে নেবে না। এ ছাড়া আমাদের স্মার্ট ইলেকশন অ্যাপস রয়েছে। যেখানে প্রতি দুই ঘণ্টা পরপর কোনো কেন্দ্রে কতটি ভোট পড়েছে তা আপলোড দিতে হবে। এই কাজে কোনোরকম কালক্ষেপণ করা যাবে না। নির্বাচনে প্রশাসন থেকে শুরু করে সবাই নিরপেক্ষ হয়ে কাজ করবে। আশা করছি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনার বলেন, কিছু দুষ্টু লোক আছে যারা কেন্দ্রে ঢুকে ভোট কারচুপির চেষ্টা করবে। এ রকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।

এর আগে বেলা ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X