রাত পোহালেই সারা দেশের মতো দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর কাউন্সিলের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচার শেষ হয়েছে প্রার্থীদের।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান বসুনীয়া নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও রেলওয়ে পুলিশ ও মডেল থানা পুলিশসহ পুলিশের স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।
উপনির্বাচনকে সামনে রেখে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- ডালিম প্রতীকে মো. আবুল কালাম আজাদ, টেবিল ল্যাম্পে রেজবাউল ইসলাম টুকুন ও উটপাখি প্রতীকে মতিয়ার রহমান।
পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওয়ার্ডের ২ হাজার ৪৬৮ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৮টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৪ ও নারী ভোটার ১ হাজার ২৮৪ জন রয়েছেন।
উল্লেখ্য, গত বছর ৪ জুলাই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম মারা যান। ফলে পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।
মন্তব্য করুন