বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোছা. পিয়ারা খানম। সংরক্ষিত নারী আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই বেয়াইন ফুলপরী পারভীন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারে ভোট গ্রহণ হয়। এদিন সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ।
উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে এ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জোসনা বেগম। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
এ শূন্য আসনে এবার প্রতিদ্বন্দ্বী ছিলেন আপন দুই বেয়াইন। ছেলের মা পিয়ারা খানম মাইক প্রতীক নিয়ে নির্বাচন করে ও মেয়ের মা ফুলপরী পারভিন সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে নির্বাচন করে।
ফুলপরী পারভিন সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ১হাজার ৮৫২টি ভোট পেয়েছেন। অন্যদিকে পিয়ারা খানম মাইক প্রতিকে ভোট ২হাজার ২৩৬ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত এ আসনে মোট ভোটার ৭হাজার ৬৩১টি।
মন্তব্য করুন