পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে শহরের আরাপপুরে জোহান ড্রিম ভ্যালি পার্কের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এ বিষয়ে জোহান ড্রিম ভ্যালি পার্কের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা বিভিন্ন গ্রামের ৩ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে। এর আওতায় ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল ও আধা লিটার তেল দেওয়া হবে। এতে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।
মন্তব্য করুন