বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুর রহমান রিয়াজ ভূইয়া এবং সোহেল হাওলাদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) রাতে ইলিশ বহন করা গাড়িতে ছিনতাইয়ের মামলায় তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশ মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন নগরীর ২৯ ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী এলাকার কাশিপুর আনসার ক্যাম্প সংলগ্ন ভুঁইয়া বাড়ি থেকে তাদের দুজনকে আটক করে। রিয়াজ ভূইয়া এবং সোহেল হাওলাদার কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত অফিসার এসআই রিয়াজুল ইসলাম জানান, মহাসড়কে পরিবহন থেকে ইলিশ মাছ ছিনতাইয়ের মামলায় তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তদন্তের স্বার্থে এবং উপরস্থ কর্মকর্তাদের অনুমতি ছাড়া এই মুহূর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গালাচিপা-ঢাকাগামী ‘ডলফিন এক্সপ্রেস লিমিটেড’ নামক পরিবহনে ৩ হাজার ১শ কেজি ইলিশ মাছ ঢাকাসহ বিভিন্ন পাইকারি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নগরীর ২৫নং ওয়ার্ডে অবস্থিত দপদপিয়া সেতুর টোল প্লাজায় সোহেল এবং রথিসহ ৩০-৩৫ জনের একটি চক্র গাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে নগদ অর্থ ছিনতাই করে।
এ ঘটনায় পটুয়াখলী জেলার গলাচিপা উপজেলার মাছ ব্যবসায়ী ইমন প্যাদা গত ২৫ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৬/(১) ২৪।
মন্তব্য করুন