লক্ষ্মীপুরে গাইনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকের স্বামী মাজহারুল ও স্টাফদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাজহারুল ইসলাম মামুন জেলা শ্রমিকলীগের সাবেক সদস্য সচিব এবং ডা. নার্গিস পারভীনের স্বামী। মারধরের শিকার কামাল লক্ষ্মীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও কুয়েত প্রবাসী।
স্বজনরা অভিযোগ করে বলেন, প্রবাসী কামালের স্ত্রী রৌশন আরাকে দেখাতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাইনি চিকিৎসক নার্গিস পারভীনের সিরিয়াল দেওয়া হয়। কিন্তু বেলা সোয়া ২টার দিকেও চেম্বারে আসেননি চিকিৎসক। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণ করেন।
এ নিয়ে প্রতিবাদ করলেই গাইনি কেয়ারের মালিক ডা. নার্গিস পারভীনের স্বামী মামুন রোগীর স্বামী কামালকে ধাক্কা দেয়। একপর্যায়ে কামালকে মারধর করে মামুন এবং স্টাফরা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে গাইনি কেয়ারে গিয়েও অভিযুক্তদের পাওয়া যায়নি।
তবে চিকিৎসক নার্গিস পারভীন বলেন, রোগী দেখতে দেরি হওয়ায় হাসপাতালে স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন রোগীর স্বামী। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি সাফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহমেদ কবীর বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। ভুক্তভোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন