নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম নামে নৌবাহিনীর সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার গাজির বিল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে ও বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌঘাঁটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক জাহিদ হোসেন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
মন্তব্য করুন