শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবুর রাজ্যেই হালি ১২০

লেবু বিক্রির জন্য পসরা সাজিয়েছেন বিক্রেতা। ছবি : কালবেলা
লেবু বিক্রির জন্য পসরা সাজিয়েছেন বিক্রেতা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেবু উপাদনের জন্য প্রসিদ্ধ। দেশের বেশিরভাগ লেবু উৎপাদন হয় এই উপজেলায়। এখানকার লেবুর চাহিদা দেশজুড়ে। লেবুর মৌসুম হওয়া সত্ত্বেও লেবুর রাজ্যেই দাম সবচেয়ে বেশি। খুচরায় প্রতি হালি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। রমজানে লেবুর চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দিয়েছেন বলে ক্রেতাদের অভিযোগ।

শুক্রবার (১৫ মার্চ) সকালে শ্রীমঙ্গলের পুরাতন ও নতুন বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে আড়তে লেবু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। সর্বোচ্চ দরদাতারা লেবুবোঝাই গাড়ি গন্তব্যে পাঠিয়ে দিচ্ছেন।

পাইকারি বাজারে হালি ৪০-৬০ টাকা থাকলেও খুচরায় বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে। যা গত বছর বিক্রি হয়েছে ৭০ টাকা। রমজানে লেবুর চাহিদা বেশি থাকায় বাজারে পর্যাপ্ত লেবু থাকার পরও চড়া দামে তা বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেন।

লেবু কিনতে আসা শ্রীমঙ্গলের গৃহিণী ডলি বেগম বলেন, ‘আমার পরিবারের সবসময় লেবু লাগে। রমজান মাসে ইফতারের সময় লেবুর শরবত খাই। দুই দিন আগে ভানুগাছ বাজার থেকে লেবু নিয়েছিলাম ৩০-৪০ টাকা হালি। এখন সেই লেবু কিনতে হচ্ছে ১০০ টাকা হালিতে। অবাক লাগে কী করে হঠাৎ এমন দাম বাড়ল।’

আরেক ক্রেতা মামুন আহমদ বলেন, খুচরা বাজার থেকে মাঝারি আকারের এক হালি লেবু কিনেছি ৬০ টাকায়। দুই মাস আগেও এ লেবু পাওয়া গেছে ১০ থেকে ১২ টাকায়।

শ্রীমঙ্গল এলাকার লেবুচাষি বিল্লাল মিয়া বলেন, ৮০০ পিস লেবু বিক্রি করেছি আট হাজার ৬০০ টাকায়। প্রতিটার দাম পড়েছে ১০ টাকা ৭৫ পয়সা। সপ্তাহখানেক আগেও এ পরিমাণ লেবু বিক্রি করেছি তিন থেকে পাঁচ হাজার টাকায়।

লেবু ব্যবসায়ী আত্তর আলী বলেন, লেবুর মৌসুম কেবল শুরু হয়েছে। ফলে বাজারে লেবু কম। রমজান শুরু হওয়ায় কাটতিও বেশি। তাই দাম বেড়ে গেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। বিভিন্ন বাগান থেকে ঢাকার কাওরান বাজার, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন বাজারে লেবু সরবরাহ করছি আমরা।

মৌলভীবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলের আড়ত ঘুরে দেখেছি এখানকার লেবু ঢাকাসহ অন্য জেলায় চলে যাওয়ার কারণে এখানে দাম বাড়ছে। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, লেবুর রাজ্যেই হালি ১২০ টাকা। হঠাৎ করেই দাম বেড়েছে লেবুর। শ্রীমঙ্গলে এ বছর ৮০০ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে।

এত লেবু চাষ হওয়ার পর কেন এত দাম কেন জানতে চাইলে তিনি বলেন, সারা বছর লেবুর চাষ হলেও কৃষকরা সারা বছর লাভ করতে পারে না। প্রক্রিয়াজাত করে রাখার ব্যবস্থা থাকলে লেবুর এত দাম থাকত না। কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এখানে প্রক্রিয়াজাতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X