গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকের সিজারিয়ান রোগীর ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) বিষয়টি জানাজানি হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়ণখানা গ্রামের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঠিক তদন্তসাপেক্ষে দোষী ডাক্তার প্রভাষ মন্ডল ও ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম রিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনিয়েছেন স্বজনেরা। কোটালীপাড়ার নারায়ণ খানা ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসার বলি আফরোজা বেগম (২০) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। কোটালীপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মন্ডল এনেস্থেসিয়ার ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই প্রসূতি।

জানা যায়, দুপুর ১টার দিকে সিজার অপারেশন করার আগে ডা. প্রভাষ মন্ডল রোগীর শরীর অজ্ঞানের ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি ঠিকমতো পুশ না হওয়ায় রোগীর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। যে কারণে ঘটনাস্থলেই গর্ভের সন্তানসহ রোগী মারা যান। রোগীর স্বজনেরা মৃত্যুর বিষয়টি জানতে চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে স্বজনদের মারধরের অভিযোগ ওঠে ডাক্তারের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত আফরোজা বেগমের মা মনিকা বেগম বলেন, আমার মেয়ে মারা যায়নি, আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। অনুসন্ধানে জানা যায়, ডা. প্রভাষ মন্ডলের এনেস্থেসিয়ার কোনো ট্রেনিং বা সার্টিফিকেট নেই। তবুও তিনি এ কাজ করে আসছেন দিনের পর দিন। এনেস্থেসিয়ার ট্রেনিং না থাকা কোনো চিকিৎসক এনেস্থেসিয়ার ইনজেকশন রোগীকে দিতে পারবেন না এমন বিধিনিষেধ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। অথচ ডা. প্রভাষ মন্ডল তা মানছেন না।

রমজান মাসে একজন সরকারি কর্মকর্তা হিসিবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কোটালীপাড়া হাসপাতালে দায়িত্ব পালন করার কথা। অথচ বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি কীভাবে প্রাইভেট হাসপাতালে কাজ করেন এ প্রশ্ন এখন লোকমুখে।

মেডিকেল ব্যাচের ৩৯তম বিসিএস এর এমবিবিএস চিকিৎসক ডা. প্রভাষ মন্ডল কোটালীপাড়া হাসপাতালে যোগদান করেন ২০১৯ সালের ডিসেম্বরে। তখন মেডিকেল অফিসার হিসেবে তিনি হাসপাতালের আউটডোরে রোগী দেখতেন। ২০২২ সালে ডা. নন্দা সেন গুপ্তা ইউএইচএফপিও হিসেবে কোটালীপাড়া হাসপাতালে যোগদানের পর থেকে ডা. প্রভাষ আধিপত্য বিস্তার শুরু করেন। পেয়ে যান কোটালীপাড়া হাসপাতালের ইউসি সার্জনের দায়িত্ব। অথচ এ দায়িত্ব পেতে হলে প্রশিক্ষণ থাকতে হয় সেগুলো তার কিছুই নেই।

কোটালীপাড়া হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু হওয়ার পর প্রধান ডাক্তার নন্দা সেন গুপ্তার নির্দেশে ডা. প্রভাষ একাই রোগীদের শুরু করেন আল্ট্রাসনো। অথচ তার আল্ট্রাসনো করার কোনো ট্রেনিং বা সার্টিফিকেট নেই।

এ সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আল্ট্রাসনোর আড়ালে গর্ভবতী মায়েদের তার পছন্দমতো ক্লিনিকে সিজার করার ব্যাপারে উৎসাহিত করেন।

এ ব্যাপারে নারান খানা ইউনাইটেড হাসপাতালের মালিক জাহিদুল ইসলাম (রিন্টু) বলেন, সকালে আমাদের হাসপাতালে এ রোগীটি ভর্তি হয়। আমরা তাকে স্যালাইন দেই। দুপুরের দিকে আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই আর সেখানেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১০

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১১

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

১২

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১৪

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

১৫

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

১৬

খালে কুমির আতঙ্ক, পানিতে নামতেই ভয় স্থানীয়দের

১৭

হত্যা মামলায় দীপু মনি রিমান্ডে 

১৮

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘কান্তারা টু’

১৯

কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট / চরম নাটকীয় ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

২০
X