গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকের সিজারিয়ান রোগীর ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) বিষয়টি জানাজানি হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়ণখানা গ্রামের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঠিক তদন্তসাপেক্ষে দোষী ডাক্তার প্রভাষ মন্ডল ও ক্লিনিক মালিক জাহিদুল ইসলাম রিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনিয়েছেন স্বজনেরা। কোটালীপাড়ার নারায়ণ খানা ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসার বলি আফরোজা বেগম (২০) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের কালারবাড়ি গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। কোটালীপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মন্ডল এনেস্থেসিয়ার ইনজেকশন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই প্রসূতি।

জানা যায়, দুপুর ১টার দিকে সিজার অপারেশন করার আগে ডা. প্রভাষ মন্ডল রোগীর শরীর অজ্ঞানের ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি ঠিকমতো পুশ না হওয়ায় রোগীর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। যে কারণে ঘটনাস্থলেই গর্ভের সন্তানসহ রোগী মারা যান। রোগীর স্বজনেরা মৃত্যুর বিষয়টি জানতে চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে স্বজনদের মারধরের অভিযোগ ওঠে ডাক্তারের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত আফরোজা বেগমের মা মনিকা বেগম বলেন, আমার মেয়ে মারা যায়নি, আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। অনুসন্ধানে জানা যায়, ডা. প্রভাষ মন্ডলের এনেস্থেসিয়ার কোনো ট্রেনিং বা সার্টিফিকেট নেই। তবুও তিনি এ কাজ করে আসছেন দিনের পর দিন। এনেস্থেসিয়ার ট্রেনিং না থাকা কোনো চিকিৎসক এনেস্থেসিয়ার ইনজেকশন রোগীকে দিতে পারবেন না এমন বিধিনিষেধ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। অথচ ডা. প্রভাষ মন্ডল তা মানছেন না।

রমজান মাসে একজন সরকারি কর্মকর্তা হিসিবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কোটালীপাড়া হাসপাতালে দায়িত্ব পালন করার কথা। অথচ বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি কীভাবে প্রাইভেট হাসপাতালে কাজ করেন এ প্রশ্ন এখন লোকমুখে।

মেডিকেল ব্যাচের ৩৯তম বিসিএস এর এমবিবিএস চিকিৎসক ডা. প্রভাষ মন্ডল কোটালীপাড়া হাসপাতালে যোগদান করেন ২০১৯ সালের ডিসেম্বরে। তখন মেডিকেল অফিসার হিসেবে তিনি হাসপাতালের আউটডোরে রোগী দেখতেন। ২০২২ সালে ডা. নন্দা সেন গুপ্তা ইউএইচএফপিও হিসেবে কোটালীপাড়া হাসপাতালে যোগদানের পর থেকে ডা. প্রভাষ আধিপত্য বিস্তার শুরু করেন। পেয়ে যান কোটালীপাড়া হাসপাতালের ইউসি সার্জনের দায়িত্ব। অথচ এ দায়িত্ব পেতে হলে প্রশিক্ষণ থাকতে হয় সেগুলো তার কিছুই নেই।

কোটালীপাড়া হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু হওয়ার পর প্রধান ডাক্তার নন্দা সেন গুপ্তার নির্দেশে ডা. প্রভাষ একাই রোগীদের শুরু করেন আল্ট্রাসনো। অথচ তার আল্ট্রাসনো করার কোনো ট্রেনিং বা সার্টিফিকেট নেই।

এ সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আল্ট্রাসনোর আড়ালে গর্ভবতী মায়েদের তার পছন্দমতো ক্লিনিকে সিজার করার ব্যাপারে উৎসাহিত করেন।

এ ব্যাপারে নারান খানা ইউনাইটেড হাসপাতালের মালিক জাহিদুল ইসলাম (রিন্টু) বলেন, সকালে আমাদের হাসপাতালে এ রোগীটি ভর্তি হয়। আমরা তাকে স্যালাইন দেই। দুপুরের দিকে আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাই আর সেখানেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নন্দা সেনগুপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তি কাটালেন তানজিদ তামিম

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

গণপরিষদ নির্বাচনের বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে : আখতার 

৫ কাজ করতে পারবেন না ডাকসুর প্রার্থীরা

১০

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

১১

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

১২

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

১৩

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

১৪

৮ মামলায় ইমরান খানের জামিন

১৫

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৬

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৭

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

১৮

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৯

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

২০
X