বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দুস্থ মানুষের জন্য ১ টাকার ইফতার

বগুড়ায় ১ টাকায় ইফতার বিতরণ। ছবি : কালবেলা
বগুড়ায় ১ টাকায় ইফতার বিতরণ। ছবি : কালবেলা

বগুড়ায় দুস্থ মানুষের জন্য মাত্র এক টাকায় ইফতার বিক্রি করছেন একদল যুবক। রমজানের প্রথম দিন থেকেই বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিকেল ৫টার পর ২০০ জনেরও বেশি লোকের জন্য ইফতারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছেন তারা। শহরের ছিন্নমূল, ভিখারি, রিকশাচালক ও স্বল্প আয়ের মানুষ এক টাকায় ইফতার কিনছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রোজা রেখে অনেকের ভাগ্যে ইফতার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে- এমন ব্যক্তিদের কথা চিন্তা করে গত বছর নিজের ক্যামেরা বিক্রির টাকায় মাত্র ৫০ প্যাকেট ইফতার নিয়ে এক টাকায় বিক্রি শুরু করেন ভিডিও এবং ফটোগ্রাফি পেশায় যুক্ত আহসান হাবীব সেলিম। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার বন্ধুবান্ধব ও কাছের মানুষজন এগিয়ে আসেন। পরবর্তীতে পুরো মাসজুড়ে চলে তাদের এই আয়োজন। গত রমজানে তারা একদিনে সর্বোচ্চ ৫০০ ব্যক্তির মাঝে এক টাকায় ইফতার বিক্রি করেছেন।

‘আর্তমানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি’ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থদের মাঝে মাত্র এক টাকায় ইফতার বিক্রি শুরু করেছেন তারা।

চলতি রমজানেও একইভাবে পুরো মাস অসহায় মানুষদের পাশে এক টাকায় ইফতার নিয়ে হাজির থাকবেন জানিয়ে আহসান হাবীব সেলিম বলেন, ‘লাইফ লাইন ও উই আর ফ্যামিলির ব্যানারে আমরা অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। গত বছর থেকে আর্তমানবতার সেবায় কাজ করার চেষ্টা করছি। রমজানে এক টাকায় ইফতার দিয়ে অসহায় নিম্নবিত্তদের পাশে দাঁড়ানো দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। এরপর গত শীতে এক টাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি। এবার রমজানে এক টাকায় ইফতার বিক্রি করছি।’

সেলিম আরও বলেন, ‘একজন এক টাকায় একটি প্যাকেট নিতে পারেন। এবার এখন পর্যন্ত আমরা একদিনে সর্বোচ্চ আড়াইশ মানুষকে ইফতার দিতে পেরেছি। আগামীতে আরও বড় আয়োজনের ইচ্ছা আছে। গত রমজানে এ আয়োজনে আমরা ১০ জন ছিলাম। এবার ৬ জন আমার সঙ্গে আছেন। সজিব আহমেদ, এসকে বিশাল, মনির, মুক্তার, মারুফ, ওবায়দুর রহমান রবি। সবাই আমরা বন্ধু। প্রত্যেকে কর্মজীবী। আমরা নিজেরাই টাকা দিয়ে বাজার করি। কেউ আজ বাজার করল তো কেউ কাল। এভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো দিন সাড়ে তিন হাজার আবার কোনো দিন ৫ হাজার টাকা খরচ পড়ে যায়। আমরা বিরিয়ানি রান্না করি। বিরিয়ানিতে কখনও গরুর মাংস, কখনও খাসির, আবার কখনও মুরগি দেই। অসহায় গরিব মানুষের এক টাকায় ইফতার তুলে দিতে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে আমরা আরও ভালো কাজ করতে পারব।’

আপনারা তো ফ্রিতেই ইফতার বিতরণ করতে পারতেন, এক টাকায় কেনো বিক্রি করছেন জানতে চাইলে সেলিম বলেন, ‘ফ্রিতে কোনো কিছু খাওয়া আর নিজের টাকায় কিনে খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারা যেন উপলব্ধি করতে পারে, তারা নিজের টাকায় কিনে খাচ্ছে, দয়ায় না; এ জন্য তাদের কাছ এক টাকা করে নিচ্ছি।’

এক টাকায় পেট পুরে খাওয়ার মতো ইফতার কিনতে পেরে খুশি নিম্নবিত্ত, ছিন্নমূল ও রিকশাচালকরা।

বগুড়া শহরের রিকশাচালক ফজলু মিয়া বলেন, ‘সারা দিন রোজা থেকে এক টাকায় এ রকম ইফতার ভাগ্যের বিষয়। অন্য কোথাও গেলে এই ইফতার কিনতে ৫০ টাকার বেশি লাগবে। সেখানে এক টাকায় ইফতার পাচ্ছি।’

ভিখারি আয়েশা বেওয়া জানান, প্রতিদিন তিনি এক টাকায় ইফতার কিনতে সাতমাথায় আসেন। আগে মানুষের কাছে ইফতারের জন্য হাত পাততে হতো। এখন আর হাত পাততে হয় না।

ইফতার কিনতে আসা পঙ্গু জাহেদুর করিম বলেন, এক টাকায় এখন কি হয়। ফকিররা ভিক্ষাও নেয় না এক টাকা। সেখানে এই ভাইয়েরা এক টাকায় ইফতারি দিচ্ছে তা খুব প্রশংসার দাবি রাখে। এ জন্য আমরা খুব খুশি।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বলেন, গরিব ও অসহায় মানুষদের জন্য এটা ভালো উদ্যোগ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিন এক টাকার বিনিময়ে ইফতার সংগ্রহ করতে পারছে। রমজান মাসে অন্যান্য এলাকাতেও অসহায় মানুষদের জন্য এ রকম উদ্যোগ নিয়ে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানুষ কষ্টে আছে। এমন সময় এরকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে এ কার্যক্রম পুঁজি করে যেন কেউ ব্যবসা না করে, সেদিকে খেয়ালও রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ’ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১১

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১২

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৩

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১৫

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১৭

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

১৮

কটাক্ষের শিকার আলিয়া

১৯

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

২০
X