আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিনা পয়সায় ইফতার ও সেহরি খাওয়ান আক্কেলপুরের রফিক

রফিক হোটেলে সেহরি খাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। ছবি : কালবেলা
রফিক হোটেলে সেহরি খাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। ছবি : কালবেলা

বিনা পয়সায় ইফতার ও সেহরি খাওয়ান জয়পুরহাট আক্কেলপুরের রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন এক থেকে দেড়শ রোজাদার ব্যক্তি ইফতার ও সেহরি খান তার হোটেলে। তিনি ৯ বছর ধরে এ কাজ করে আসছেন।

গত ১১ মাসে যা আয় করেন সেখান থেকে সঞ্চয় করা টাকায় রোজাদারদের মেহমানদারি করেন রফিকুল। টাকা না দিয়ে ইফতার ও সেহরি খাবেন সবাই, এটাই রমজান মাসে রফিক হোটেলের নিয়ম। এই নিয়ম ৯ বছর থেকে ধরে রেখেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) ইফতার ও সেহরির সময় আক্কেলপুর কলেজ বাজার কাঁচামাল পট্টির রফিকের হোটেলে গিয়ে দেখা গেছে, হোটেলের পাশে কাপড় বিছিয়ে ইফতার পরিবেশন করছেন কর্মচারীরা। যার যার মতো করে ইফতার করছেন রোজাদাররা।

ভোর রাতে হোটেলজুড়ে চলছে সেহরিপর্ব। প্লেট নিয়ে যে যার মতো টেবিলে বসে খাবার খাচ্ছেন। মালিক ও কর্মচারীরা খাবার পরিবেশন করছেন। খাওয়ার পর কোনো টাকা নেন না হোটেল মালিক।

স্থানীয়রা জানান, রফিকুল ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে রমজান মাসে রোজাদারদের টাকা ছাড়াই সেহরি ও ইফতার করান। এই হোটেলে টাকা ছাড়াই নিয়মিত সেহরি ও ইফতারি খেতে পারেন সবাই।

রফিকুল ও তার কর্মচারীররা খাবার পরিবেশন করেন। সেহরির খাবারে থাকে গরুর মাংস, মাছ, ভাজি, ডাল এবং দুধ। ইফতারিতে থাকে বিরিয়ানি, ছোলা, জিলাপি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, সালাত ও শরবত। প্রতিদিন সেহরিতে ১২০ এবং ইফতারে ১৫০ জন ব্যক্তিকে খাওয়ান তিনি।

ইফতার খেতে আসা আক্কেলপুর পৌরসভার প্রকৌশলী মো. রহিচ উদ্দীন মিয়া বলেন, চাকরির কারণে আমি এখানে একা থাকি। সবসময় হোটেল থেকে খাবার কিনে খাই। রমজান মাসে খাওয়া নিয়ে খুব চিন্তায় থাকতে হতো। রফিক মিয়া আমাদের বিপদের বন্ধু। ইফতার খেয়ে টাকা দিতে চাইলেও সে কোনো টাকা নেয় না। সবাইকে বিনা পয়সায় ইফতার এবং সেহরি খাওয়ানোই তার ইচ্ছা।

নওগাঁর বদলগাছী উপজেলার কোলাহাট এলাকার বাসিন্দা রিফাত হোসেন শাওন বলেন, হাসপাতালে রোগী নিয়ে এসেছি। রাতে সেহরি খাওয়ার জন্য হোটেল খুঁজতে এসে এই হোটেলে আসি। এখানে অনেক ভালো মানের খাবার পরিবেশন করা হয়। খাওয়ার পরে বিল দিতে এসে জানতে পারি তিনি টাকা না নিয়ে খাওয়ান। ওনার এই কার্যক্রমে আমাদের মতো অনেক বিপদগ্রস্ত লোকের উপকার হয়।

সবজি ব্যবসায়ী মো. মোস্তফা বলেন, ভোর রাতে সবজি কিনতে বাজারে আসতে হয়। রমজান মাসে বিনে পয়সায় সেহরি ও ইফতার করান রফিক মিয়া। আমিও এখানে এসে খাই।

পৌর শহরের বাসিন্দা বিল্পব বলেন, এখানে এসে ইফতারের সময় হওয়ায় রফিক হোটেলে গিয়ে ইফতার করেছি। আমার কাছ থেকে টাকা নেননি। আমার মতো অনেকেই ইফতার করেছেন। তিনি যে উদ্যোগ নিয়েছেন তা অনেক ভালো কাজ।

হোটেল মালিক রফিকুল ইসলাম রফিক বলেন, রমজান মাসে খাবারের হোটেলগুলো বন্ধ থাকে। এতে ইফতারি ও সেহরির সময় রোজাদারদের অনেক কষ্ট হয়। বছরের ১১ মাস আমি হোটেল ব্যবসার পাশাপাশি কিছু জিনিস যেমন চাল, ভুট্টা, আলু জমিয়ে রাখি। প্রতিদিনের আয় থেকে কিছু টাকা জমিয়ে রেখে রমজান মাসে সব রোজাদারদের খাওয়ানোর চেষ্টা করি।

তিনি আরও বলেন, ২০১৬ সাল থেকে সবাইকে খাওয়াচ্ছি। এ কাজে আমার হোটেলের কর্মচারীরা সহযোগিতা করে। তারাও এই মাসে কোনো পারিশ্রমিক নেয় না। পরকালের মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এই কাজ করি। যতদিন বাঁচব এটা যেন চালু রাখতে পারি- সবার দোয়া চাই।

আক্কেলপুর পৌরসভার ৪ নম্বর ওর্য়াড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু বলেন, রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম ৯ বছর টাকা ছাড়া সেহরি ও ইফতার করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্য এলাকা থেকে আসা রোজাদাররা অনেক উপকৃত হন। এটি একটি মহৎ কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাম

মিলল কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ

নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে : ইয়াছিন আরাফাত

হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের গাড়িবহর

সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : শিক্ষা উপদেষ্টা

১০

উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় : ভিসি আমানুল্লাহ

১১

বিশ্বকাপের নতুন সূচিতে বাংলাদেশের নাম মুছে ফেলল আইসিসি

১২

‘এ দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না’

১৩

যে কারণে সারজিস আলমকে শোকজ

১৪

বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না : আমির খসরু

১৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

১৬

যুক্তরাষ্ট্রে আইসিইর হাতে দুই বছরের শিশু আটক

১৭

নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে : হর্ষবর্ধন শ্রিংলা

১৮

জামায়াত জোটে যুক্ত হলো আরও ১ দল

১৯

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

২০
X