বরগুনার পাথরঘাটায় আগুন লেগে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে।শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ওই বাড়িতে মৃত নুর মোহাম্মদ মোল্লার দুই ছেলে সুলতান মোল্লা ও ওমর মোল্লা বসবাস করেন।
সুলতান মোল্লা বলেন, ‘আমরা জুমার নামাজে ছিলাম। হঠাৎ বাড়ির মধ্যে চিৎকার শুনতে পেয়ে মসজিদ থেকে বের হয়ে দেখি আমাদের দুই ভাইয়ের ঘর জ্বলছে৷ এরপর ফায়ার সার্ভিসে কল করি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়৷ আমাদের দুই পরিবারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পাথরঘাটা ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পাঠাই। রাস্তা আঁকাবাঁকা থাকার কারণে আমাদের যেতে একটু দেরি হয়। প্রায় ৩০ মিনিট পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’
মন্তব্য করুন