পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করেছে র্যাব।
শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার রেলস্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- ঈশ্বরদীর কাচারিপাড়ার জোবায়ের রহমান, আমবাগান এলাকার মো. রোহান, আল আমিন, মোহাম্মদ বাপ্পি, মো. রাকিব, কদমতলা এলাকার মোহাম্মদ শিহাব, মেহেরাব হোসেন, পূর্বটেংরি গ্রামের মো. তাহসিন।
র্যাব-১২ এর কমান্ডার মেজর এহতেশামুল হক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনরোড এলাকায় রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ঈশ্বরদী থানাধীন বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন