ঝিনাইদহে শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে উপজেলার ৮নং ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। এ ছাড়া স্থানীয় নজরুল চেয়ারম্যানের বাড়িতে কয়েকশ নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি। অত্র এলাকার শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে নজরুল ইসলাম দুলালকে সমর্থন জানিয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, জুলফিকার কায়সার টিপু, মোস্তাফ শিকদার, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন