কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সেচের ১ হাজার টাকার জন্য জমিতেই কৃষককে হত্যা

নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বোরো ধানের খেতে সেচের এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে এক কৃষককে খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মার্চ) সকালে কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মুছা মিয়া (৪০)।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের কৃষক মুছা মিয়ার নিজস্ব জমিজমা নেই। অন্যের জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে রুহুল আমিনের (২৫) নিজস্ব জমিজমা এবং একটি সেচ মেশিন রয়েছে। রুহুল আমিনের কাছ থেকে মুছা মিয়া দেড় একর জমি বন্ধক নেন। সেই জমিগুলোতে ইরি ধানের চাষ করেছেন। রুহুল আমিনের কাছ থেকেই জমিতে সেচ দেন তিনি। মুছা মিয়ার কাছে সেচের পানির তিন হাজার টাকা পাওনা ছিল রুহুল আমিনের। কয়েকদিন আগে দুই হাজার টাকা পরিশোধ করেছেন। তার কাছে সেচের আরও এক হাজার টাকা পেতেন রুহুল আমিন।

শনিবার সকালে ওই ইরি জমিতে কাজ করছিলেন মুছা মিয়া। ওই সময় রুহুল আমিন তার কাছে সেচের এক হাজার টাকা চায়। এ সময় মুছা মিয়া এক হাজার টাকা পরিশোধ করতে কিছু দিন সময় চান। রুহুল আমিন এ নিয়ে মুছা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রহুল আমিনের কাছে থাকা একটি ছুরি দিয়ে মুছা মিয়ার পেটে আঘাত করে। মুছা মিয়া চিৎকার করতে করতে ধান ক্ষেতে পড়ে যান।

রুহুল আমি দৌড়ে পালিয়ে যায়। এ সময় মুছা মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও বাড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মুছা মিয়াকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন স্বপ্না আক্তার বলেন, আমার ভাই একজন সহজ সরল মানুষ। তার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে আছে। নিজের কোনো জমি নেই। অন্যের জমি বন্ধক নিয়ে কোনোরকমে দিনাতিপাত করে। রহুল আমিন আমার ভাইয়ের কাছে সেচের তিন হাজার টাকা পেত। এর মধ্যে দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর মাত্র এক হাজার টাকা পাওনা ছিল। ওই এক হাজার টাকার জন্য জমিতে গিয়ে আমার ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছে রুহুল আমিন।

কসবা থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, জমির সেচের টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মুছা মিয়া নামের এক কৃষককে খুন করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের সুরতহালে দেখা গেছে, পেটের মধ্যে একটি ছুরির আঘাত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা রুহুল আমিন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

নারীর ভিডিও ধারণের অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

দুঃখ প্রকাশ

১০

অতিরিক্ত চিন্তা বন্ধ করুন ৬ উপায়ে

১১

ইরানের ওপর ‘কড়া নজর’ রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১২

শহীদ সৈকতের বাড়ি থেকে প্রচারণার দ্বিতীয় দিন শুরু ববি হাজ্জাজের

১৩

ধর্মের অপব্যবহার ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

১৪

হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

১৫

শীত শেষ না হতেই সবজির বাজারে উত্তাপ

১৬

দুপুরে খাবার পরে ঘুম পায়? কোনো রোগ নয় তো

১৭

২ দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৮

টিম লিড পদে নিয়োগ দেবে দারাজ

১৯

ফিন্যান্স বিভাগে নগদে চাকরির সুযোগ

২০
X