

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দি মাজেদা জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর মালো (৪২) সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মলিন মালোর ছেলে।
জানা যায়, শংকর মালো তার ছেলে অন্তর মালোকে (২০) নিয়ে মোটরসাইকেলে করে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে অজ্ঞাত এক গাড়ির চাপায় ঘটনাস্থলেই শংকর নিহত হন। এতে তার ছেলে গুরুতর আহত হন। অন্তরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত অন্তর মালোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শংকর মালোর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটি বাস নাকি ট্রাক তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন