শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ৫ দিন ওষুধ সাপ্লাই বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি হাসপাতালে ওষুধ সাপ্লাই বন্ধ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি হাসপাতালে ওষুধ সাপ্লাই বন্ধ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ক্লিনিক মালিক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যকার দ্বন্দ্বে পাঁচ দিন ধরে ওষুধ সাপ্লাই বন্ধ রেখেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন।

ক্লিনিক মালিক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যকার দ্বন্দ্ব জেলা সিভিল সার্জনের আল্টিমেটামের পরও শেষ হয়নি। উভয় পক্ষ আগের অবস্থানে অনড় আছেন। ফলে ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়ায় পঞ্চম দিনের মতো আজ বুধবারও ক্লিনিকের ফার্মেসিগুলো ওষুধ পাচ্ছে না। এতে একদিকে ক্লিনিকগুলোতে ওষুধের সংকট যেমন বেড়েছে, অন্যদিকে কোম্পানি প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হচ্ছেন।

তবে সাধারণ মানুষের যেন সমস্যা না হয়, সেজন্যে তারা অন্যান্য ফার্মেসি ও সরকারি হাসপাতালে তাদের কাজ অব্যাহত রেখেছেন।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার কাছে চাঁদা দাবির অভিযোগটি ভৈরব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির অস্বীকার করেছেন।

অভিযুক্ত সভাপতি হাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির জানান, রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলা ও রোগীর ভিড়ে ডাক্তারের রুমে প্রবেশ করাসহ কয়েকটি অভিযোগ এনে চারটি ওষুধ কোম্পানির প্রতিনিধিকে সংগঠনের আওতাধীন ৩৪টি হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তার ভিজিট, অর্ডার ও আর্থিক লেনদেন না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে ওনার্স অ্যাসোসিয়েশন প্রত্যেক হাসপাতালে নোটিশ টানিয়েছেন। এ ঘটনার সঙ্গে চাঁদা চাওয়া না চাওয়ার কোনো সম্পর্ক নেই। তাদের কাছে কখনো কেউ কোনো টাকা-পয়সা চাননি বলে দাবি করেন এ হাসপাতাল মালিক সংগঠন।

ফারিয়া ভৈরব শাখার সভাপতি পায়েল মুন্সি ও সাধারণ সম্পাদক আবুল কালামসহ ৩৫টি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ সকালে তাদের মানববন্ধন কর্মসূচি ছিল। কিন্তু সিভিল সার্জনের আল্টিমেটাম পেয়ে পূর্বঘোষিত কর্মসূচি থেকে তারা সরে আসে।

ফারিয়া ভৈরব শাখার সভাপতি পায়েল মুন্সি বলেন, দ্রুত সমাধান আমাদেরও চাওয়া। তবে এই সমাধান হওয়া উচিত উভয় পক্ষকে নিয়ে তৃতীয় পক্ষের উপস্থিতিতে। তাহলে পেশায় পরবর্তী সময়ে নেতিবাচক প্রভাব থাকবে না। না হলে সমাধানের পরও ঝামেলা থেকে যেতে পারে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতাল মালিক সংগঠনের আওতাধীন সকল হাসপাতাল ও ক্লিনিকে ডাক্তার ভিজিট, নতুন অর্ডার নেওয়া ও পুরাতন অর্ডারের ওষুধ ডেলিভারি থেকে বিরত থাকাসহ সকল ধরনের ওষুধ সাপ্লাই বন্ধের ঘোষণা দেন। তারা শুধু সরকারি হাসপাতাল এবং খোলা ফার্মেসিগুলোতে ফারিয়ার প্রতিনিধিরা কাজ করবেন বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১০

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১১

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১২

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৩

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৪

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৫

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৬

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৭

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৯

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

২০
X