আড়াই শতাধিক মানুষের কাছে ৬৮০ টাকা কেজিতে গরুর মাংসসহ ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করেছে রংপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নগরীর মুলাটোল পাকার মাথা (নজরুল চত্বর) এলাকায় এ আয়োজন করা হয়।
এ সময় নগরীর মুলাটোল, গণেশপুর, কামারপাড়া, বাবুখাঁসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা ক্রেতারা লাইন ধরে এসব পণ্য ক্রয় করেন।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা মাসব্যাপী মানবিক কার্যক্রম শুরু করেছি, তারই অংশ হিসেবে এ কার্যক্রম।
তিনি বলেন, এর আগে শহরের বিভিন্ন স্থানে সেহরি ও ইফতার বিতরণ করেছি আমরা। এ কর্মসূচির মাধ্যমে দাম বৃদ্ধির জন্য যারা রোজায় মাংস খেতে পারেনি তারা আজ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনে নিয়ে গেছে। রংপুর জেলা যুবলীগের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য, আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন যুবলীগ নেতা আদনান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন