কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ও বিশ্রামের সুযোগ করে দিতে মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের বুকে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে কৃষকছাউনি। উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে এটি নির্মাণ করা হয়।
শনিবার (৬ এপ্রিল) বিকালে কৃষক ছাউনিটি উদ্বোধন করা হয়।
এলাকার যুবকদের সংগঠন নতুন কুঁড়ি ক্লাবের সহযোগিতায় হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাত থেকে রক্ষায় তৈরি করা হয়েছে এ ঘরটি। চারদিকে ফসলের মাঠ, মাঝখানে পাকা ঘর। এ ঘরের মধ্যে কৃষকদের জন্য বিশুদ্ধ খাবার পানির জন্য বসানো হয়েছে গভীর নলকূপ।
স্থানীয় কৃষক মাছুম আহমদ বলেন, আগে বৃষ্টির সময় বজ্রপাত হওয়ায় আমরা মাঠে ভয় নিয়ে কাজ করতাম। এখন নির্ভয়ে কাজ করতে পারব। আগে বৃষ্টি শুরু হলে কোথাও যাওয়ার উপায় ছিল না। এখন থেকে বৃষ্টির সময় আমরা কৃষক ছাউনিতে আশ্রয় নিতে পারব। একই গ্রামের বাসিন্দা আল ফেরদাউস বলেন, বছরখানেক আগে থেকে আমাদের গ্রামের সবাই মিলে কৃষকদের জন্য একটা ঘর নির্মাণ করার উদ্যোগ নেই। নতুন কুঁড়ি ক্লাবের সভাপতি লুৎফুর রহমান ওয়াসিম ছাউনি নির্মাণে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এ ঘর নির্মাণ করায় হাওরের কৃষকরা বজ্রপাতের সময় এখানে আশ্রয় নিতে পারবেন।
স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা বলেন, আমার এলাকার যুবক ও প্রবাসীদের সহযোগিতায় কৃষক ছাউনি নির্মাণ করা হয়েছে। কৃষকরা সাধারণত সারাদিন মাঠে কাজ করেন। দুপুরে বাড়ি যাওয়ার সময় পান না। তাই রোদে কিংবা বৃষ্টির সময় এ ছাউনিতে বসে বিশ্রাম নিতে পারবেন। ছাউনি নির্মাণ করায় সবাই উপকৃত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, সরকারের পাশাপাশি স্থানীয়দের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কৃষকদের জন্য হাকালুকি হাওরের বুকে ছাউনি নির্মাণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। হাওরের অন্যান্য এলাকায় ছাউনি নির্মাণ করা হলে কৃষকরা উপকৃত হবে।
তিনি বলেন, আমরা প্রায়ই সংবাদমাধ্যমে দেখি, কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যাচ্ছেন। এখানে যে ছাউনি নির্মাণ করা হয়েছে অন্তত এ এলাকার কৃষকরা কিছুটা হলেও বজ্রপাত ও ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাবে।
মন্তব্য করুন